সেপ্টেম্বরেই পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা

পপুলার২৪নিউজ ডেস্ক:

একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসেই পাকিস্তান যচ্ছে শ্রীলংকা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের-এসিসি বার্ষিক সাধারণ সভায় একথা জানিয়েছেন শ্রীলংকান ক্রিকেটের প্রধান থিলাঙ্গা সুমাথিপালা।

কলম্বোতে ১১ ও ১২ আগস্ট দুদিনের সভা অনুষ্ঠিত হয়।

থিলাঙ্গা সুমাথিপালা বলেন, পাকিস্তান আমাদের দুঃসময়ে সমর্থন দিয়ে গেছে। তাছাড়া নিরাপত্তা সমস্যা থাকবেই। চ্যাম্পিয়নস ট্রফির সময় লন্ডনেও দুটি সন্ত্রাসী হামলা হয়েছে। তাই বলে ক্রিকেট থেমে থাকেনি।

তিনি জানান, আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞ দল সন্তোষজনক প্রতিবেদন দিয়েছেন। তিনটি টি-টোয়েন্টির মধ্যে লাহোরে অন্তত একটি ম্যাচ খেলতে চাই আমরা।

শ্রীলংকার এ সিদ্ধান্তের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজিম শেঠি।

তিনি বলেন, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনার জন্য। একবার দরজা খুললে অন্যরাও আসা শুরু করবে।

২০০৯ সালে লাহোরে লংকান ক্রিকেটারদের বহনকারী বাসে বন্দুকধারীদের হামলায় আহত হয়েছিলেন ছয় লংকান ক্রিকেটার। ওই ঘটনায় নিহত হয়েছিলেন আটজন।

এরপর থেকে গত আট বছরে শুধু জিম্বাবুয়ে ছাড়া আর কোনো টেস্ট দল পাকিস্তান সফরে যায়নি।

সূত্র: ইএসপিএন ক্রিক ইনফো।

পূর্ববর্তী নিবন্ধশাকিব ‘সরি’ বললেই সব সমস্যা শেষ!
পরবর্তী নিবন্ধশোককে শক্তিতে পরিণত করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করুন: প্রধানমন্ত্রী