সুনামগঞ্জে বাঁধ ভেঙে ডুবল সাড়ে ৫শত কোটি টাকার ফসল

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

বোরো ফসল নিয়ে কত স্বপ্ন ছিলো কৃষকদের মাঝে।
সেই স্বপ্ন বৈশাখের আগেই চৈত্র মাসে হাওরের বাঁধ ভেঙ্গে চোঁখের সামনে পানিতে
মিশে যায়। বাঁচার লড়াইয়ে কৃষকরা হাওরের ঝুঁকিপূর্ন বাঁধ মেরামতে প্রানপন
চেষ্টা করেও রক্ষা করতে পারেননি। ফসল হারানো কৃষকদের মধ্যে হাহাকার বিরাজ করছে।
সুনামগঞ্জের ১৩৩ টি হাওরে ২লাখ ২০হাজার ৮৫০হেক্টর জমিতে ধান চাষ হয়।
জলাবদ্ধতায় ও পাহাড়ি ঢলে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত নিম্নমানের ফসল রক্ষা
বাঁধ ভেঙ্গে  ৬০হাজার হেক্টরের অধিক জমির কাঁচা বোরো ধান তলিয়ে গেছে। যার
বাজার মূল্য প্রায় সাড়ে ৫শত কোটি টাকার অধিক বলে জেলার জনপ্রতিনিধি ও কৃষকদের
দাবি। গত বছরের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে জেলার একাধিক হাওরের ফসল রক্ষা
বাঁধ ভেঙ্গে প্রায় ৬০ভাগ অর্ধপাকা বোরো ধান তলিয়ে যায়। এতে প্রায় ১হাজার ৫শত
কোটি টাকার ফসল নষ্ট হয়। জেলার ৪২টি হাওরের ফসল রক্ষা বাঁধে সরকার বরাদ্দ
দেওয়া ৫৮কোটি টাকা ৭৭লাখ টাকা। অনেক স্থানে কোন কাজই করেনি পিআইসি (প্রকল্প
বাস্তবায়ন কমিটি) ও ঠিকাদার। হাওরের ধান বন্যার পানিতে তলিয়ে যাওয়ার জন্য পানি
উন্নয়ন বোর্ড ও স্থানীয় সাংসদদের দায়ী করছেন কৃষকরা। তাদের দাবী পানি উন্নয়ন
বোর্ড সময় মতো হাওর রক্ষা বাঁধের কাজ শুরু করে না। এ কাজ সময় মত শুরু হয় না
একমাত্র সাংসদদের প্রতিনিধিদের কারণে। বাাঁধের কাজ যত দেরিতে শুরু হবে ঠিকাদার
ও পিআইসির লোকদের ততই লাভ।
ছাতকে জলাবদ্ধতায় ও ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে নদীর পানি প্রবেশ করে নাইন্দার
হাওর, জল্লার হাওর, ঝাওয়ার হাওর, বড় হাওর, জৈন্নার হাওর, রাঙ্গা-ডিঙ্গা হাওর,
চাতলির হাওর, চাউলি হাওর, ফাটার হাওর, সুরিরগাঁও হাওর, চেলারচর হাওর, ইন্দুরার
হাওরসহ ৩৫টি হাওরের ১০হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। জগন্নাথপুরের নলুয়ার
হাওর, নারিকেল তলা হাওর, কুবাজপুর হাওর, মইয়ার হাওর, দলুয়ার হাওর, খাশিলার
হাওরসহ ১৫/২০টি ছোট-বড় হাওরের ১০হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যায়। তাহিরপুরের
শনির হাওর, মাটিয়ান হাওর, ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনারথাল হাওর, ডুবাইল
হাওর, সাথারিয়া হাওর, পাথারিয়া হাওর, মারারদারিয়া হাওর, শুরমার হাওর, পশুমার
হাওর, মেঘনার হাওরসহ ১৫টি হাওরের প্রায় ৮হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যায়।
নদীর পানি বেড়ে বাঁধ উপচে ও বাঁধ ভেঙে দিরাই উপজেলার বরাম হাওর, জোয়াল ভাঙ্গার
হাওর, চাপাতির হাওর, টাংনির কালিয়া কোটা, শাল্লার ছায়ার হাওরসহ ২৭টি হাওরের শত
কোটি টাকার ফসল তলিয়ে যায়। জামালগঞ্জের পাকনার হাওর, হালির হাওর, ছনোয়ার হাওর,
ডাকুমার হাওর, ঘুড়ি হাওরসহ কয়েকটি হাওরের ফসল তলিয়ে গেছে। দক্ষিণ সুনামগঞ্জে
বৃহৎ দেখার হাওর,পাখিমারা হাওর, সংহাই হাওর, নাগডরা, দক্ষিণ হাওর, বড় হাওর,
তেছার কোনা, নলুয়ার হাওর, হাসনাবাজ হাওর, মধ্যনগর থানার মধ্যনগর মেঘনা,
মরিচাউরি, শালদিঘা, চামরদানী ইউনিয়নের গুরমা, কাইলানী, আরিবন, বুড়া ছুপরি
হাওর, সদর উপজেলার দেখার হাওর, কাঙলার হাওর, খরচার হাওর, বিশ্বম্ভরপুুরের
করচার হাওর, আঙ্গারুলী সনার হাওরসহ দোয়ারাবাজারের ১০/১৫টি হাওরের ৮হাজার
হেক্টর জমির ফসল বাঁধ ভেঙে তলিয়ে যায়। চলতি বছরে সুনামগঞ্জে বোর ফসল রক্ষায়
৫৮কোটি টাকা ৭৭লাখ টাকা সরকার বরাদ্দ দেয়। জেলা পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের
বৃহৎ ৩৭টি হাওরসহ মোট ৪২টি হাওরে ১০কোটি ৭৭লাখ ব্যয়ে ২২৫টি পিআইসি (প্রকল্প
বাস্তবায়ন কমিটি) ও ৪৮কোটি টাকা ব্যয়ে ৭৬টি প্যাকেজে ঠিকাদাররা কাজ পায়।
কিন্তু কাজ হয়নি। যার কারনে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সময়মত না করায়
চৈত্রমাসেই বোরো ফসল তলিয়ে গেছে। কৃষকদের ছয় মাসের কষ্ট কয়েক ঘণ্টায় পানিতে
তলিয়ে গেছে।
কৃষক ও জনপ্রতিনিধিরা জানান, গত বৃহস্পতিবার থেকে রবিবার বিকেল পর্যন্ত প্রায়
৬০হাজার হেক্টরের বোরো ধান তলিয়ে গেছে, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫শত কোটি
টাকার টাকা।
জগন্নাথপুরের চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া ও স্থানীয় ক্ষুব্ধ
কৃষকরা অভিযোগ করে জানান, পাউবো, পিআইসি কমিটির সুজাত মেম্বার ও ঠিকাদারী
প্রতিষ্ঠান সজীব রঞ্জন দাস এবং নুর ট্রেডার্সের অবহেলায় নলুয়ার হাওরের বাঁধ
ভেঙে হাওরের ১০হাজার হেক্টর থোড় ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা আরো বলেন,
আমাদের একমাত্র কষ্টার্জিত বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় পরিবার-পরিজন
নিয়ে বিপদে পড়ে গেছি। তার উপর ধানুয়া লগ্নির ঋণ কিভাবে পরিশোধ করবো, তা নিয়ে
দিশেহারা হয়ে পড়েছি। জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান
মুক্তাদীর আহমদ বলেন, এ বছর ধান পাকার আগেই একমাত্র বোরো ফসল হারিয়ে কৃষকরা
দিশাহারা। পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় ফসল রক্ষা বাঁধ বৃষ্টি ও ঢলের প্রথম
চাপ সামলাতে পারেনি। যার ফলে বাঁধ ভেঙে ফসলহানি ঘটেছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাহেদুল হক বলেন, এ
পর্যন্ত প্রায় ২০হাজার হেক্টর জমির বোরো ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যার
ক্ষতির পরিমাণ প্রায় ২শত কোটি টাকা। পানি ঢুকছে বিভিন্ন হাওরে। দুই-এক দিনের
মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে সকল হাওরের কাঁচা ফসলই তলিয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গি হামলার প্রভাবে পুঁজিবাজারে লেনদেন কমেছে :খুজিস্তা
পরবর্তী নিবন্ধদেশের সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও সহায়তা বৃদ্ধি : ভারতীয় সেনা প্রধানের