সুনামগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

পপুলার২৪নিউজ প্রতিবেদক

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার বিকালে দক্ষিন সুনামগঞ্জ থানায় ১০ ডাকাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দু’টি মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার ভমভুমি এলাকার রোববার ভোরে ১০ থেকে ১৫ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালালে পাল্টা পুলিশের হামলা করে দুর্বৃত্তরা।

এ সময় পুলিশ তিন রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করলে ডাকাতরা পিছু হটলে ধাওয়া করে পুলিশ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- জগন্নাথপুর উপজেলার ছেইছাখানি গ্রামের মৃত মছলুম উল্লাহর ছেলে আব্দুর রউফ (৫০) একই উপজেলার মজিদপুর গ্রামের মৃত কাছিম আলীর ছেলে নূর উদ্দিন (৫০) ও বাউরকাপন গ্রামের মৃত হেকিম আলীর ছেলে আব্দুল হামিদ (৩৯)।

এ সময় পুলিশ ডাকাতদের কাছ থেকে পাইপ গান ও রামদাসহ একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জেলার ৩৫ গ্রামে বিদ্যুৎ নেই: বিদ্যুৎপ্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধতাহিরপুরে হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে বিভাগীয় কমিশনার