তাহিরপুরে হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি পপুলার২৪নিউজ:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমা আরা খানম। রোববার বিকালে উপজেলার শ্রীপুর দক্ষিন ইউনিয়নের শনির হাওরের উপ-প্রকল্প ইকরামপুর হতে নোয়ানগর পর্যন্ত বাঁধ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ড. এমরান হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব, থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, প্রেসক্লাব সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী প্রকৌশলী এমরান হোসেন।
পরিদর্শনকালে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমান আরা খানুম পিআইসিদের উদ্দেশ্যে বলেন, যথাসময়ের মধ্যে কাজের গুনগতমান নিশ্চিত করে বাঁধের কাজ শেষ করতে হবে। না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
পরবর্তী নিবন্ধরাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর সবাই নিহত