সি‌টিং এর চিটিং শেষ, শুরু ডাইরেক্ট

পপুলার২৪নিউজ ডেস্ক:
রাজধানীতে সিটিং বাস বন্ধের তৃতীয় দিন মঙ্গলবারও চিটিংবাজি চলতে দেখা গেছে। হেলপাররা সিটিং এর বদলে ডাইরেক্ট ডাইরেক্ট বলে যাত্রী ডাকছেন। অফিসগামী যাত্রীরা নিরুপায় হয়ে বেশি ভাড়ায় সওয়ার হচ্ছেন ডাইরেক্ট নামের লোকাল বাসে। সকালে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দেখা যায়, মৈত্রী, এটিসিএল, এমটিসিএল, এফটিসিএল, মিডওয়েসহ বেশ কিছু পরিবহন চলছে আগের নিয়মেই।

মৈত্রী বাসে মোহাম্মদপুর থেকে আরামবাগ পর্যন্ত ভাড়া জনপ্রতি ২০ টাকা। কেউ যদি ধানমন্ডিতেও নামে তাকেও গুণতে হবে ২০ টাকা। মৈত্রী বাসের হেলপারের যুক্তি, সারাদিনই লোকাল চালাই। শুধু অফিস টাইমে ডাইরেক্ট। যেখানেই নামুক ২০ টাকা। রাজধানীতে লোকাল চালানোর কথা ডাইরেক্ট কেন চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বলেন, লোকালই তো চালাই, অহন ডাইরেক্ট।

এটিসিএল বাসের হেল্পারকেও ডাইরেক্ট ডাইরেক্ট বলে যাত্রী ডাকতে দেখা যায়। অফিসগামীরা নিরুপায় হয়ে ডাইরেক্ট ভাড়া দিয়ে লোকালেই যাচ্ছেন। এদিকে সিটিং সার্ভিস বন্ধে বিআরটিএ বা পরিবহন মালিক সমিতির কোন অভিযান বা পরিদর্শন টিম দেখা যায়নি মোহাম্মদপুর এলাকায়। তাই সিটিং এর নামে চিটিংবাজি দেখার কেউ নেই।

পূর্ববর্তী নিবন্ধব্রিটিশ ব্রাইডাল ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথম ভারতীয়
পরবর্তী নিবন্ধশাকিব-অপুর নবম বিবাহ বার্ষিকী আজ