সিরিয়ায় আইএস ঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় নিহত ৬৫

পপুলার২৪নিউজ ডেস্ক:
সম্প্রতি ইরানে আইএস হামলার বদলা নিতে আইএস ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী মিসাইল ছুঁড়েছে ইরানের সরকারি বাহিনী। পরপর দুটি মিসাইলের আঘাতে এখনও পর্যন্ত ৬৫ জন আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে।

গত ৭ জুন তেহরানে আইএস হামলায় ১৮ জন নিহত হয়। ওই হামলার প্রতিশোধ নিতেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইএসের ঘাঁটিতে হামলা চালায়। এই হামলার ঘটনায় বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, শহীদদের পবিত্র রক্তের যথাযথ বদলা নেওয়া হবে। তার প্রমাণই এবার দেখা গেল।

হওয়া জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন আইএস কমান্ডার আছে বলে জানা গিয়েছে। তবে, আইএস জঙ্গিদের নিহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে সেনা কর্মকর্তারা।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সিরিয়ায় একের পর এক আইএস ঘাঁটি লক্ষ্য করে মোট ছটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিটি ক্ষেপনাস্ত্রই সঠিকভাবে লক্ষ্যভেদ করেছে। দুটি ক্ষেপনাস্ত্রের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা গেলেও বাকি চারটি ক্ষেপনাস্ত্রের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায় নি। ফলে, তা জানা গেলে আইএস জঙ্গিদের খতম হওয়ার সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহলিউডে নতুন ছবির শুটিংয়ে প্রিয়াঙ্কা চোপড়া
পরবর্তী নিবন্ধ‘জলে ভেজা চোখ’ নিয়ে বর্ষা – বাপ্পি (ভিডিও)