সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদের গাড়িতে হামলা

পপুলার২৪নিউজ ডেস্ক :

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ চারজন।

রবিবার দুপুরে কামারখন্দ উপজেলা থেকে সিরাজগঞ্জ শহরে ফেরার পথে কড্ডার মোড়ে এই ঘটনা ঘটে।

হামলার পরপরই রুমানা মাহমুদসহ বিএনপি নেতারা বিষয়টি পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদকে জানান।

সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজা মেম্বারের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ নেতারা পরিকল্পিতভাবে রুমানা মাহমুদসহ বিএনপি নেতাদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায় বলে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। একই সাথে হামলার প্রতিবাদে সোমবার সিরাজগঞ্জে অর্ধদিবস হরতালও আহ্বান করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সংবাদ সম্মেলনে জানান, কামারখন্দ উপজেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিবারকে সমবেদনা জানাতে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা সকালে তার বাড়িতে যায়।

দুপুরে কামারখন্দ থেকে বাড়ি ফেরার পথে সয়দাবাদ ইউনিয়নের কড্ডা মোড়ে পৌঁছলে কোন কারণ ছাড়াই পরিকল্পিতভাবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজার মেম্বরের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগ নেতারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় অন্তত চারজন আহত হন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজা মেম্বার জানান, ছাত্রলীগ-যুবলীগের কয়েকজন নেতাকর্মীরা গাড়িতে ঢিল ছুড়েছিল। পরে তাদের সরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে পুলিশ সুপার মিরাজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের ৫০ হাজার ঘর তৈরি করে দিবে তুরস্ক
পরবর্তী নিবন্ধফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে ইউএস-বাংলা