সিউলের দুর্ঘটনা কবলিত ফেরি তিন বছর পর উত্তোলন

পপুলার২৪নিউজ ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তিন বছর আগে ৪৭৬ জন আরোহী নিয়ে ডুবে যাওয়া একটি ফেরি সাগর থেকে তোলা হয়েছে।

২০১৪ সালের ১৬ এপ্রিল সিউলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ জিন্দোরে ফেরিটি ডুবে যায়। এতে ৩০৪ জন নিহত হন। নিহতদের বেশির ভাগই ছিল শিক্ষা সফরে যাওয়া স্কুল শিক্ষার্থী।

ডুবে যাওয়া ফেরিটি শক্তিশালী ক্রেনের সাহায্যে ভাসানো হয়েছে। এখন এর নীচে একটি প্লাটফর্ম প্রবেশ করিয়ে এটি তীরে আনা হবে। এর জন্য দুই সপ্তাহরও কম সময় লাগবে।

ফেরিটি তীরে আনার পর সেখানে দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা সমবেত হবেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখনও নয়জনের মরদেহ নিমজ্জিত ফেরির ভেতর আটকা পড়ে আছে বলে বিশ্বাস করে আসছিল তাদের পরিবারগুলো।

এ কারণে ফেরিটি উদ্ধার করা ছিল পরিবারগুলোর মূল দাবি।

চাপের মুখে পড়ে দক্ষিণ কোরীয় সরকার ৬ হাজার ৮২৫ টন ওজনের নিমজ্জিত ফেরিটি উদ্ধারে দেশটির ইতিহাসে অন্যতম জটিল অভিযানের উদ্যোগ নেয়।

ফেরিটি ডুবে যাওয়ার জন্য অবৈধ বাসিন্দা, অতিরিক্ত কার্গো বহন, অনভিজ্ঞ ক্রু দিয়ে ফেরি চালনা এবং সরকারের তদারকির অভাবকে দায়ী বলে দাবি করা হয়েছে। পরে ফেরিটির ক্যাপ্টেনকে হত্যার দায়ে দণ্ডিত করা হয়।

এ ঘটনা দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন-হেকে অজনপ্রিয় করে তোলে। সম্প্রতি অভিশংসিত হয়ে ক্ষমতাচ্যুত হন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৫৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
পরবর্তী নিবন্ধপশ্চিমতীরে ২৬৩০টি অবৈধ বসতি নির্মাণ ইসরাইলের