পশ্চিমতীরে ২৬৩০টি অবৈধ বসতি নির্মাণ ইসরাইলের

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিমতীর দখল করে নেয়ার কাজ তরন্বিত করেছে ইসরাইল।

এরই অংশ হিসেবে বিগত এক বছরে দুই হাজার ৬৩০টি অবৈধ বসতি নির্মাণ করেছে ইসরাইল। দখলদারির এই হার ২০১৫ সালের তুলনায় ৪০ ভাগ বেশি।

বুধবার প্রকাশিত ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বসতি স্থাপনবিরোধী এনজিও ‘পিস নাউ’ বলছে, পশ্চিমতীরে বিগত ১৫ বছরের মধ্যে গত বছরই দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অবৈধ বসতি নির্মাণ করা হয়।

এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ দুই হাজার ৮৭৪ বসতি নির্মাণ করা হয়েছিল।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, ফিলিস্তিনিদের ভূমি দখল করে এই বসতি নির্মাণ সম্পূর্ণ অবৈধ। কিন্তু ইসরাইল ২০০১ সাল থেকেই প্রতি বছর গড়ে ১ হাজার ৭৯০টি বসতি নির্মাণ করে আসছে বলে জানিয়েছে পিস নাউ।

সরকারি সূত্রের বরাতে সংস্থাটি জানায়, ২০০৯ সালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতায় ফিরে আসা পর্যন্ত ১৪ হাজার ১৭টি বসতি স্থাপন করা হয়েছিল।

এরপর আগের সরকারগুলোর মতোই বসতি নির্মাণ অব্যাহত রাখে নেতানিয়াহুর সরকার।

পিস নাউয়ের দাবি, ক্রমাগত বসতি নির্মাণ বাড়ানোর মাধ্যমে ফিলিস্তিন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্বি-রাষ্ট্র সমাধানের ব্যাপারে আগ্রহ না থাকার বার্তা দিচ্ছে ইসরাইল।

উল্লেখ্য, ফিলিস্তিনের পশ্চিমতীরে প্রায় চার লাখ এবং পূর্ব জেরুসালেমে দুই লাখ ইসরাইলি দখলদার বসবাস করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধসিউলের দুর্ঘটনা কবলিত ফেরি তিন বছর পর উত্তোলন
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত