সাম্প্রতিক দুর্যোগ পরবর্তী সংকট উত্তরণে প্রস্তুতি নিয়েছে সরকার:সচিব

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকসহ সুনামগঞ্জ জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ হাওরাঞ্চল ত্রান তৎপরতা পরিদর্শন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আবু সৈয়দ মোহাম্মদ হাশিম। বিনিময়কালে সচিব বলেন, সরকার খুবই আন্তরিকতার সাথে সাম্প্রতিক দুর্যোগ পরবর্তী সংকট উত্তরণে প্রস্তুতি নিয়েছে। ক্ষতিগ্রস্থদের দেশে-বিদেশে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি পরিকল্পনাও রয়েছে সরকারের। বর্তমানে ক্ষতিগ্রস্থদের প্রনয়নকৃত তালিকা অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক চাল ও নগদ টাকা বিতরণ আর্যক্রম চলছে। চলমান চাল ও অর্থ বিতরণে কোন ধরনের অনিয়ম যাতে না হয় সে দিকে কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকদের নজর রাখার জন্য আহবান জানান। তিনি জানান, ত্রান বিতরণ ব্যবস্থা পর্যক্ষেনে এনএসআইসহ সরকারের গুরুত্বপূর্ন বিভাগ সাদা পোশাকে মাঠে রয়েছে। অনিয়মকারীদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা। সরকারের পাশাপাশি এনজিও, সামাজিক সংস্থা, প্রবাসী ও সমাজের ধনাঢ্য ব্যক্তিদের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবানও জানান সচিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাকিল আহমদ, সহকারী কমিশনার(ভুমি) সাবিনা ইয়াসমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার মুহাম্মদ আব্দুল জলিল, কৃষি সম্প্রসার কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আম্বিয়া আহমদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদ্ম মোহন সিংহ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, ওসিএলএসডি আমিনুল ইসলাম ভুঁইয়া, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ফজল প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামায়াত জোট চায় না বাংলাদেশ উন্নত হোক : আমু
পরবর্তী নিবন্ধছাতকে ২৬শ’ পরিবারের মধ্যে চাল বিতরণ আলোচনায় ইউপি চেয়ারম্যান