ছাতকে ২৬শ’ পরিবারের মধ্যে চাল বিতরণ আলোচনায় ইউপি চেয়ারম্যান

 

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে ইউনিয়ন পর্যায়ে ২হাজার ৬শ’ ক্ষতিগ্রস্থ কৃষক ও কৃষি সংশি্ষ্ট শ্রমিকদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করে আলোচনায় উঠে এসেছেন এক ইউপি চেয়ারম্যান। সরকারীভাবে তালিকাভুক্ত সাড়ে ৮শ’ পরিবার ছাড়াও চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে আরো ১হাজার ৭৫০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। ইউনিয়নের নিজস্ব কার্যালয় না থাকায় বৃহস্পতিবার সকাল উপজেলা সিংচাপইড় পয়েন্টে চেয়ারম্যানের নিজস্ব ভবন থেকে ইউনিয়নের ২ হাজার ৬শ’ ক্ষতিগ্রস্থ পরিবারেরদের মাঝে সকাল ৯টা থেকে রাত পর্যন্ত চাল বিতরণ র্কাাক্রম চলে। চাল বিতরনী কার্যক্রম পরিদর্শন করেন বিতরণী ব্যবস্থা পর্যক্ষেনে বিশেষ দায়িত্ব প্রাপ্ত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম। সরকারী নীতিমালা অনুসরণ করেই প্রত্যক পরিবারকে ৫শ’টাকাসহ ৩৮কেজি চাল তুলে দেয়া হয়। ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল জানান, সিংচাপইড় ইউনিয়নে শতকরা ৯০ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। তারা সবাই অকাল বন্যায় ফসল হারিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন। সকাল থেকেই সহায়তাভোগী মানুষ এসে ভীর জমিয়েছে পয়েন্ট এলাকায়। নিজের সংগ্রহ করা চাল থেকে ৩৮কেজি করে তিনি নিজে উপস্থিত থেকে বিতরণ কাজ শুরু করেন। বিকেল সাড়ে ৪টায় এসে পৌছে সরকারী চাল। ক্ষতিগ্রস্থের তুলনায় সরকারী বরাদ্ধ অপ্রতুল হওয়ায় তিনি নিজ উদ্যোগে ৮৩১টি ও খাদ্যবান্ধব থেকে ৯১৯টি পরিবারের তালিকা করে সরকারী নির্দশনা মতই চাল বিতরণ করেছেন। ক্ষতিগ্রস্থদেও হাতে চাল তুলে দিতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সরাকারী চালে ১৫টি বস্তায় ১০কেজি করে কম ও দু’বস্তায় নষ্ট চাল চাল পাওয়া গেলে তিনি পরিদর্শনে আসা কর্মকর্তাদের তা দেখিয়েছেন। চাল বিতরনী কার্যক্রমে ট্যাগ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক খান। এ ছাড়া পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী আম্বিয়া আহমদ, জাউয়া তদন্ত কেন্দ্রের এসআই সমিরন দেব, ইউপি সচিব আব্দুর সবুর, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, আব্দুল জলিল, আঙ্গুর মিয়া, সাব্বির হোসেন, তোরন মিয়া, মুহিম মিয়া, সদস্যা শফিকা বেগম, হায়াতুন নেছা, শাহানারা বেগম, হ্যাঙ্গার প্রজেক্টের আলেয়া বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রতিক দুর্যোগ পরবর্তী সংকট উত্তরণে প্রস্তুতি নিয়েছে সরকার:সচিব
পরবর্তী নিবন্ধঅবশেষে অবসরে বেরোবি ভিসি