সাভারে পলাতক আসামির বাড়িতে পুলিশের অস্থায়ী ক্যাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:
সাভারে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফ পড়া অবস্থায় পালিয়ে যাওয়া শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা আল-আমিনের বাড়িতে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে ঢাকা জেলা পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এর ভবানীপুর এলাকায় আল আমিনের বাড়িতে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প বসায় ঢাকা জেলা পুলিশ।

পলাতক আসামি আল আমিন একই এলাকার বেল বিক্রেতা ভোলা মিয়ার ছেলে।

এদিকে এ ঘটনায় সাভার মডেল থানায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কমলাপুর ভবানীপুর এলাকায় গত শুক্রবার ভোর রাতে শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা আল-আমিনকে ধরতে তার বাড়িতে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। এসময় পুলিশ আল আমিনকে ধরলে তিনি পুলিশের চোখে মরিচের গুড়া ছিটিয়ে হ্যান্ডকাফ পড়া অবস্থায় পালিয়ে যায়।

সেই দিনই গুলিতে ইসমাইল নামে আল আমিনের এক সহযোগী নিহত হয়।

এ ঘটনায় আল আমিনকে ধরতে তার বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়।

অস্থায়ী ক্যাম্পাসে দিনে ও রাতে ১৩ জন পুলিশ দায়িত্ব পালন করছেন। এদিকে এ ঘটনার পর থেকে আল আমিনের তিন ভাই ও বাবা-মা এলাকা ছেড়ে পালিয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল আল মামুন জানান, শীর্ষ সন্ত্রাসী আল আমিনের নামে সাভার মডেল থানায় প্রায় ১০ থেকে ১৫টি মামলা রয়েছে।

তাকে আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে জানান এসআই।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশিরাই নিউইয়র্ক পুলিশে নেতৃত্ব দেবে:জেমস ও’নীল
পরবর্তী নিবন্ধকালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল