কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০। চট্টগ্রামসহ পাঁচ জেলায় চলছে মাতম। রাঙামাটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। নিহত ব্যক্তিদের স্মরণে এজবাস্টনে আজ তাই বাংলাদেশ দল খেলতে নামবে কালো ব্যাজ পরে।

খেলা কখনোই জীবনের চেয়ে বড় নয়। প্রথমবারের মতো বাংলাদেশ দলের কোনো সেমিফাইনাল খেলার রোমাঞ্চও তাই ঢাকা পড়ে যাচ্ছে পাহাড়ধসে মর্মান্তিকভাবে নিহত ব্যক্তিদের জন্য শোকে, স্বজনহারাদের আহাজারিতে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচে সে কারণেই বাংলাদেশ দলের লাল-সবুজ জার্সিতে থাকবে শোকের চিহ্ন কালো ব্যাজ। কাল রাতে দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম এজবাস্টন থেকে মুঠোফোনে জানিয়েছেন এই তথ্য।

পূর্ববর্তী নিবন্ধসাভারে পলাতক আসামির বাড়িতে পুলিশের অস্থায়ী ক্যাম্প
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৩