সাকিব-মোস্তাফিজকে ছাড়াই কেকেআর-হায়দরাবাদের জয়

পপুলার২৪নিউজ ডেস্ক:
এবারের আইপিএলে বাংলাদেশের দুই তারকা যেন অপাঙক্তেয়। সাকিব আল হাসান যেমন কলকাতা নাইটরাইডার্সে ব্রাত্য, মোস্তাফিজুর রহমান তেমনি সানরাইজার্স হায়দরাবাদে অপ্রয়োজনীয় হয়ে উঠেছেন।

সোমবার আইপিএলে কলকাতার প্রথম একাদশে ঠাঁই হয়নি সাকিবের। হায়দরাবাদও এদিন মোস্তাফিজকে ছাড়াই খেলতে নামে।

তবে সাকিবকে ছাড়া যেমন কলকাতা জিতেছে, তেমনি মোস্তাফিজবিহীন হায়দরাবাদও জয়বঞ্চিত হয়নি। তারা ৫ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। নিজেদের মাঠে হায়দরাবাদ ছয় উইকেটে ১৫৯ রান তোলে প্রথমে ব্যাট করে। জবাবে পাঞ্জাব ১৫৪ রানে অলআউট হয়।

আইপিএলে কলকাতা নাইটরাইডার্স যখন প্রথম ম্যাচ খেলতে নামে, সাকিব আল হাসান তখন বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলংকায়। দলে যোগ দেয়ার পর পরের তিন ম্যাচেও মাঠের বাইরে তিনি। কেন এই উপেক্ষা তা কেকেআরই বলতে পারবে।

সোমবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষেও সাকিবকে ছাড়াই খেলতে নামে কলকাতা। তাতে অবশ্য কেকেআরের জয়যাত্রায় ছেদ পড়েনি। মনীশ পাণ্ডে ও ইউসুফ পাঠানের ঝড়ো ফিফটিতে দিল্লিকে (১৬৮/৭) চার উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে কলকাতা (১৬৯/৬)। পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়।

সোমবার দিল্লির মাঠে এক বল হাতে রেখে কলকাতার রোমাঞ্চকর জয়ের নায়ক পাণ্ডে। শেষ ওভারের চতুর্থ বলে অমিত মিশ্রকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে আসেন তিনি। ৪৯ বলে অপরাজিত ৬৯ রানের সুবাদে পাণ্ডেই হয়েছেন ম্যাচসেরা।

৩৯ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছেন ইউসুফ পাঠানও। মাত্র ২১ রানে তিন উইকেট হারিয়েছিল কলকাতা।

চতুর্থ উইকেটে ১১০ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাণ্ডে ও পাঠান।

এর আগে নিজেদের মাঠ ফিরোজ শাহ কোটলায় আইপিএলের ১৮তম ম্যাচে দিল্লি টসে জিতে প্রথমে ব্যাট করে ১৬৮ রান তোলে সাত উইকেটে। বড় রান কারও নেই। ওপেনার স্যামসন ২৫ বলে ৩৯, বিলিংস ১৭ বলে ২১, আয়ার ১৭ বলে ২৬ এবং ঋষভ পান্থ ১৬ বলে ৩৮ রান করেন। তিনটি চারের সহায়তায় নয় বলে ১৬ রান আসে ক্রিস মরিসের ব্যাট থেকে। টি ২০তে ১০০০ রান পূর্ণ হল তার। তিনটি উইকেট নেন নাথান কোল্টার-নাইল। সনি সিক্স।

পূর্ববর্তী নিবন্ধ১২ পাউন্ড সাপের বিষসহ আটক ৫
পরবর্তী নিবন্ধবগুড়ায় ট্রাকচাপায় কনস্টেবল নিহত