সরকার জঙ্গিবাদ লালন করছে: ফখরুল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার জঙ্গিবাদ থেকে ফায়দা নিতে চায়। তাই সরকারই জঙ্গিবাদকে প্রশ্রয় ও লালন করছে।

সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ফাইটিং মিলিট্যানসি ইন কোয়েস্ট অব পিস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ অভিযোগ করেন। বিএনপির ‘হিউম্যান রাইট সেল’ এটি প্রকাশ করে।

মির্জা ফখরুল বলেন, ‘যেখানে গণতন্ত্র থাকবে না সেখানে টেররিজম, উগ্রবাদ, জঙ্গিবাদের জন্ম হবে এবং সেটা আরও বিকশিত হবে। এটিই আসল কথা। এ কথাটি আমরা বারবার বলার চেষ্টা করেছি। এই টেররিজম মোকাবিলা করার জন্য দরকার জাতীয় ঐক্য।’

বিএনপি মহাসচিব জঙ্গিদের বিচারের আওতায় না আনার সমালোচনা করে বলেন, ‘যাদের জঙ্গি হিসেবে ধরা হলো, তাদের কেউ বেঁচে নেই। প্রত্যেককে গুলি করে হত্যা করা হয়েছে। সরকার জঙ্গিবাদ নির্মূল করতে আন্তরিক হন, তাহলে এগুলোর সুষ্ঠু তদন্ত এবং যারা দায়ী তাদের খুঁজে বের করেন। যে কাজটি বিএনপি করেছিল বাংলা ভাইকে ধরে। আপনারা (আওয়ামী লীগ) সেটা করছেন না ইচ্ছাকৃতভাবে।’

জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে আহ্বান জানাচ্ছি, জনগণকে বোকা না বানিয়ে, প্রতারণা না করে সত্যিকার অর্থেই জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলুন। গণতন্ত্রকে ফিরিয়ে দেন, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, খন্দকার মাহবুব হোসেন, সাংবাদিক শওকত মাহমুদ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগুলবুদ্দিন হেকমতিয়ারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জাতিসংঘ
পরবর্তী নিবন্ধরাত নয়টায় জানা যাবে ১০ জনের নাম