রাত নয়টায় জানা যাবে ১০ জনের নাম

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে সোমবার ইসি গঠনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির সদস্যরা সুপারিশ করা ১০ ব্যক্তির নাম এবং ১৬ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ তুলে দেন। ছবি: ফোকাস বাংলা

পপুলার২৪নিউজ প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর দেওয়া নাম থেকে কোন ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে, তা জানা যাবে সোমবার রাত নয়টায়। ইসি গঠনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির সঙ্গে মতবিনিময়ে বিশিষ্টজনদের মতামতের সারসংক্ষেপও ওই সময় প্রকাশ করা হবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বঙ্গভবন থেকে বের হয়ে যাওয়ার সময় এ কথা বলেন।অনুসন্ধান কমিটির সদস্যরা আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থানের পর তাঁরা বঙ্গভবন ছেড়ে যান।বঙ্গভবন থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। তখনই তিনি এ তথ্য দেন। সচিব জানান, মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্তেই নামগুলো প্রকাশ করা হচ্ছে।
এর আগে আজ বিকেল চারটার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সর্বশেষ বৈঠক হয়। দুই ঘণ্টা বৈঠকের পর কমিটির সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান।

ওই বৈঠক শেষে সন্ধ্যা ছয়টার দিকে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দেওয়া নাম থেকেই ১০ জনের নাম চূড়ান্ত করেছে ইসি গঠনের জন্য গঠিত অনুসন্ধান কমিটি। এই তালিকা প্রকাশ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। নির্ধারিত সময়ের আগেই অনুসন্ধান কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে। আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশা করা হচ্ছে।

পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তাঁর কাছে সুপারিশ করা ১০ ব্যক্তির নাম এবং ১৬ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ তুলে দেন অনুসন্ধান কমিটি।

পূর্ববর্তী নিবন্ধসরকার জঙ্গিবাদ লালন করছে: ফখরুল
পরবর্তী নিবন্ধকিছুক্ষণের মধ্যে জানা যাবে ১০ জনের নাম