সম্পত্তির জন্য মেয়েকে হত্যা, বাবাসহ পাঁচজনের যাবজ্জীবন

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সম্পত্তির জন্য নিজের শিশু কন্যাকে হত্যার দায়ে বাবাসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে ও নিহত শিশু কন্যার বাবা হাবিবুর রহমান হবি, তার ছোট ভাই বিশা সেখ, একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী বিলকিস বেগম, মাসুদ আলীর ছেলে আয়নাল শেখ এবং তার স্ত্রী মনোয়ারা বেগম।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৪ সালে হাবিবুর রহমান একই গ্রামের ফিরোজা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ঘরে কাকলী নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। স্ত্রীর পরিবার গরীব হওয়ায় স্বামী হাবিবুর রহমান হবি তাকে প্রায়ই নির্যাতন করতেন। এরই এক পর্যায়ে হাবিবুর তার স্ত্রী ফিরোজা বেগমকে তালাক দেন। পরে ফিরোজা তার কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান। কিন্তু হাবিবুর রহমান তার সম্পত্তি থেকে কন্যা সন্তানকে বঞ্চিত করার উদ্দেশ্যে তাকে হত্যার পরিকল্পনা করেন।

পরে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর হাবিবুর তার কন্যা সন্তানকে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ বাড়িতে রেখে পালিয়ে যান।

এ ঘটনায় নিহত কাকলীর মা ফিরোজা বেগম বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার বিকালে এ রায় প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধএসপি বাবুলের সঙ্গে পরকীয়ার সম্পর্ক অস্বীকার বন্নীর
পরবর্তী নিবন্ধফুটন্ত কার্বনে বড় বিপর্যয়ের শংকায় যুক্তরাষ্ট্র