সব প্রত্নস্থল ও জাদুঘর ২ এপ্রিল পর্যন্ত বন্ধ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে দেশের সব প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর ২ এপ্রিল পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এক আদেশে বলা হয়, ‘জনস্বাস্থ্য সুরক্ষার’ স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে সব দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধদেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩ জন, মোট ১৭