সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা ও সতর্কতায় প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হবে।

সিদ্ধান্ত মতে, যাদের অতি প্রয়োজন তাদেরকে বিশেষ ব্যবস্থায় ঢুকতে দেওয়া হবে। এ ছাড়া যাদের বছরব্যাপী ঢোকার পাশ রয়েছে তাদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

‘বৃহস্পতিবার সকাল থেকে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সচিবালয়ে মিটিংয়ে আগত ব্যক্তি এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় অন্যান্য স্থানের মতো সচিবালয়েও কর্মকর্তারা উদ্বিগ্ন। এ কারণে সতর্কতার অংশ হিসেবে যাদের সচিবালয়ে প্রবেশ না করলেও চলবে এমন লোকজনকে পাস না দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনাভাইরাস সারতে জাপানি ওষুধ কার্যকর: চীন
পরবর্তী নিবন্ধসব প্রত্নস্থল ও জাদুঘর ২ এপ্রিল পর্যন্ত বন্ধ