সবচেয়ে নিরাপদ শহর টোকিও, বিপজ্জনক করাচি

পপুলার২৪নিউজ ডেস্ক:
বর্তমানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর জাপানের রাজধানী টোকিও। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং তৃতীয় স্থানে জাপানেরই অন্য একটি শহর ওসাকা।

দ্য ইকোনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমনটাই প্রমাণিত হয়েছে। সমীক্ষা অনুযায়ী সবচেয়ে বিপজ্জনক শহর হলো পাকিস্তানের করাচি।

তালিকার একেবারে তলার দিকে আরো রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, মিয়ানমারের ইয়াঙ্গুন, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ভিয়েতনামের হো চি মিন। কোন শহর কতটা নিরাপদ তা জানতে সেখানকার সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে অপরাধের হার সবই বিবেচনায় রাখা হয়েছে।

এই তালিকায় ভারতের রাজধানী দিল্লি রয়েছে ৪৩তম স্থানে এবং মুম্বাই রয়েছে ৪৫তম স্থানে।

দ্য সেফ সিটিস ইনডেক্স ২০১৭ অনুযায়ী এই সমীক্ষা চালানো হয়। সারা পৃথিবীর মোট ৬০টি শহরের ওপর সমীক্ষা চালানো হয়েছিল।

সাধারণ ভাবে গোটা পৃথিবীর নিরাপত্তা ব্যবস্থার মান ক্রমশ খারাপ হচ্ছে বলে এই সমীক্ষায় মত প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে গাভাস্কার-শাস্ত্রীর জন্য!
পরবর্তী নিবন্ধ১০৫ বছর আয়ু পাওয়া জাপানি চিকিৎসকের ৬ পরামর্শ