পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে গাভাস্কার-শাস্ত্রীর জন্য!

পপুলার২৪নিউজ ডেস্ক:
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি যখন শুরু হয়েছিল, তখন আট দলের মধ্যে র‌্যাংকিংয়ে সবার নিচে ছিল পাকিস্তান।

প্রতিযোগিতা জেতার বিষয়ে সবথেকে ফেভারিট ছিল গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং আয়োজক দেশ ইংল্যান্ড।

কিন্তু, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সবাইকে অবাক করে দেয় সরফরাজ আহমেদের পাকিস্তান।

আর এতদিন পরে গিয়ে জানা যাচ্ছে যে, পাকিস্তানকে জেতার জন্য প্রেরণা দিয়েছিল ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার এবং রবি শাস্ত্রীর মন্তব্য! হ্যাঁ, সম্প্রতি একটি সাক্ষাতকারে এমনটাই বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের ম্যানেজার থাকা তালাত আলি!

একটি সাক্ষাতকারে তিনি বলেছেন, ফাইনালে আমাদের ভারত কোনো গুরুত্বই দেয়নি। আমি সুনীল গাভাস্কার এবং রবি শাস্ত্রীর বক্তব্য শুনেছিলাম। তারা আমাদের জেতার কোনো সুযোগ আছে বলেই মনে করেননি! এই কথাগুলোই আমাদের ছেলেদের বুকে আগুন জ্বালিয়েছিল। আমরা চেয়েছিলাম, মাঠে জিতেই ওই কথাগুলোর জবাব দিতে। আর ছেলেরা সেটা দিতে পেরেছে।

যদিও এই বিষয়ে সুনীল গাভাস্কার এবং রবি শাস্ত্রী কোনো মন্তব্য করেননি।

 

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা সংকট মেটাতে ঐকমত্য: কফি আনান
পরবর্তী নিবন্ধসবচেয়ে নিরাপদ শহর টোকিও, বিপজ্জনক করাচি