সকল রোহিঙ্গাকে একস্থানে নিয়ে আসা হবে : ত্রাণমন্ত্রী

 পপুলার২৪নিউজ ডেস্ক :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, মিয়ানমার থেকে আসা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল রোহিঙ্গাকে উখিয়ার বালুখালীতে একই স্থানে নিয়ে আসা হবে।

আজ বুধবার দুপুরে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা ইস্যুতে সারাবিশ্ব বাংলাদেশের পাশে রয়েছে উল্লেখ করে মোফাজ্জেল হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী নন; তিনি এখন বিশ্বের মানবতার নেত্রী, সত্যের নেত্রী ও মানুষকে ভালোবাসার নেত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, উখিয়ায় প্রথমে ৫০ একর জমি বরাদ্দ দেয়া হলেও পরবর্তীতে এটি বাড়িয়ে ২ হাজার একর করা হয়েছে। যাতে সকল রোহিঙ্গাদের জন্য এই জায়গা সংকুলন হয়।

পূর্ববর্তী নিবন্ধমোদিকে সন্ত্রাসী বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবেনাপোল চেকপোস্টে ৮ স্বর্ণের বারসহ আটক ২