বেনাপোল চেকপোস্টে ৮ স্বর্ণের বারসহ আটক ২

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

বেনাপোল চেকপোস্টে ৮ স্বর্ণের বারসহ দুই তরুণকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের ওই স্বর্ণের বারসহ আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৮৩৬ গ্রাম, যার মূল্য ৪১ লাখ টাকা।

আটককৃতরা হলেন-  জনি মোল্যা (১৯) মাদারীপুর জেলার শিবচর উপজেলার আব্দুর রহিম মোল্যার ছেলে ও সুজন মিয়া (২০) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আকবর শেখের ছেলে। তাদের পাসপোর্ট নং  যথাক্রমে বিও ০৫৩১১০৫ ও বিপি-০৫০৫২৯৭৮৩।

শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ সাদিক হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে সিপাহি জাহাঙ্গীর ও সহযোগী অফিসারদের নিয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ওঁৎ পেতে থেকে তাদের আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে কোমর থেকে ৮  স্বর্ণের বার, যার ওজন ৮৩৬ গ্রাম জব্দ করা হয়। স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ টাকা বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসকল রোহিঙ্গাকে একস্থানে নিয়ে আসা হবে : ত্রাণমন্ত্রী
পরবর্তী নিবন্ধহবিগঞ্জের বাহুবলে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা