সংকটের মধ্যে মালদ্বীপে পৌঁছেছে ইইউ প্রতিনিধিদল

পপুলার২৪নিউজ ডেস্ক :

মালদ্বীপের রাজনৈতিক সংকটের মুখে দেশটিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি বিশেষ প্রতিনিধিদল।

তারা বিরোধীদলীয় নেতাদের সঙ্গে দেখা করে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা শুনেছেন।-খবর আইএএনএস।

মালদ্বীপের ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপসের নেতাদের সঙ্গেও ইইউ প্রতিনিধিরা দেখা করেছেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

ছোট্ট দ্বীপরাষ্ট্রটিতে জরুরি অবস্থা জারির পর থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে।

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিসহ দুই বিচারক এবং সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল্লাহ গাইয়ুম গ্রেফতার হয়েছেন। এখনও জরুরি অবস্থার মধ্যে মালদ্বীপে ধরপাকড় চলছে।

ইউরোপীয় ইউনিয়ন বুধবার মালদ্বীপের জরুরি অবস্থা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে। ইইউ বলেছে, জরুরি অবস্থা ঘোষণায় মালদ্বীপের গণতন্ত্র ও মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

এদিকে মালদ্বীপের চলমান পরিস্থিতি সম্পর্কে জানাতে চীন, পাকিস্তান ও সৌদি আরবের মতো বন্ধুদেশগুলোতে দূত পাঠিয়েছেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির কর্মসূচি আদালতের বিরুদ্ধে :  কাদের
পরবর্তী নিবন্ধমার্কিন হামলায় শতাধিক সিরীয় সেনা নিহত, যুদ্ধাপরাধের অভিযোগ