শ্রীলংকাকে হারানো কঠিন হলেও অসম্ভব নয়: মুশফিক

পপুলার২৪নিউজ ডেস্ক:
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলংকায় অবস্থান করছে। মঙ্গলবার গলে প্রথম টেস্টে লংকানদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মুশফিকুর রহিম।

এই গলেই প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক।

প্রথম টেস্টের আগে সোমবার সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। বললেন ম্যাচ ও দল নিয়ে নানা কথা।

মুশফিক বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দিকে ভালো ক্রিকেট খেলেছে শ্রীলংকা। তাদের দলে বেশ কিছু ভালো ক্রিকেটার রয়েছে। তাদের হারানোটা কঠিন হবে। তবে অসম্ভব নয়। এজন্য দলীয় প্রচেষ্টার কথা বলেন মুশফিক।

তিনি বলেন, তামিম, সাকিব, মুমিনুলসহ সবাই ফর্মে রয়েছেন। টেস্টে তারা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে ভালো কিছুই হবে।

একাদশ নিয়ে মুশফিক বলেন, দলের সবাই প্রস্তুত। সবাই ফিট রয়েছেন। আজও আমাদের অনুশীলন রয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আমরা উইকেটের অবস্থা পর্যবেক্ষণ করবো। তারপরই দল সাজানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নিজের উইকেট কিপিং ছাড়ার বিষয়ে মুশফিক জানান, দল চাইলে শুধু ব্যাটসম্যান হিসেবেই দলে অবদান রাখতে চান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশাস্তি বাতিলের আশ্বাসে ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার
পরবর্তী নিবন্ধবদলির আদেশ ঠেকাতে বিমানের ডিজিএমকে মারধর