শিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থা স্থিতিশীল

পপুলার২৪নিউজ ডেস্ক:
সঙ্গীত শিল্পী আবদুল জব্বার বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান তার শয্যা পাশে যান ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আবদুল জব্বারের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। শিল্পীর অবস্থার উন্নতি হলে শিগগিরই তাকে কেবিনে স্থানান্তর করা হবে।

দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছেন। এছাড়া তার প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে। ২৯ এপ্রিল কিডনিজনিত সমস্যা নিয়ে ভর্তি হন ও তার হেমোডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়।

তার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১ আগস্ট থেকে তাকে আইসিইউতে রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘বিগ বস’-এ অংশগ্রহণে নিয়াকে ২ কোটি টাকা অফার!
পরবর্তী নিবন্ধযেসব খাবার খেলে গ্যাস কমে