শাকিল রিজভী স্টকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পুজিবাজারের ওপর প্রশিক্ষণ

পপুলার২৪নিউজ নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের সচেতন করতে পুঁজিবাজারের ওপর ‘ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে শাকিল রিজভী স্টক লিমিটেড। রোববার বিকেলে মতিঝিলে অবস্থিত শাকিল রিজভী স্টকে এ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ৮ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
উপস্থিত ছিলেন শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী,
ফিন্টিলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনূন বিন জাফরও প্রমুখ। শাকিল রিজভী বলেন, বিনিয়োগকারীরা যাতে শেয়ারবাজারের ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন সে লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমার বিশ্বাস, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শেয়ারবাজারের ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল বিষয়ে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তনদী জাদুকাঁটা -মাহারাম থেকে ১২টি বোমা মেশিন জব্দ
পরবর্তী নিবন্ধগৌরনদীতে পুলিশের বিরুদ্ধে তল্লাশির নামে ৩০ হাজার টাকা লুটের অভিযোগ