শাকিবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

পপুলা২৪নিউজ ডেস্ক :

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে আনা সব অভিযোগ ও তাঁর ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ সংশ্লিষ্ট ১২টি সংগঠন। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিএফডিসির (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডিরুমে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বেলা সাড়ে তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এ সময় পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন সংবাদ বিজ্ঞপ্তি পড়ে শোনান। সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘শাকিব আমাদের কাছে সশরীরে এসে গতকাল ক্ষমা চেয়েছেন। আমরা ক্ষমা করে দিয়েছি। এখন তাঁর সঙ্গে কাজ করতে আর কোনো বাধা নেই।’

বিভিন্ন গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালকদের নিয়ে ‘অসম্মানজনক’ বক্তব্য দেওয়ার অভিযোগে গত ২৪ এপ্রিল শাকিব খান বরাবর উকিল নোটিশ পাঠায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গত শনিবার এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের ১২টি সংগঠন শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কাজ না করার সিদ্ধান্ত নেয়। এ কারণেই রোববার থেকে বন্ধ হয়ে যায় শাকিবের ‘রংবাজ’ ছবির শুটিং।

এরপর গতকাল রোববার শাকিব খান এফডিসিতে গিয়ে সংগঠনগুলোর নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন। শাকিবের এই পদক্ষেপকে সে সময় সাধুবাদ জানানো হয়। তবে তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা সে সময়ই প্রত্যাহার করা হয়নি। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় চলচ্চিত্রে শাকিবের অভিনয়ে আর কোনো বাধা নেই।

পূর্ববর্তী নিবন্ধআগে হাওরবাসীর পাশে দাঁড়ান; তারপর আমার সিনেমা দেখুন : পরীমনি
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ভালো শুরু