লিবরা ইনফিউশনে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড লংঘন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

2শেয়ারবাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশনে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড লংঘন হয়েছে বলে নিরীক্ষক আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড ওপিনিয়ন) করেছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষ ইউনিট-২ এর স্থায়ী সম্পদের উপর অবচয় চার্জ করে না বলে নিরীক্ষক আপত্তিকর মন্তব্য করেছে। ফলে সম্পদ ও মুনাফা বেশি দেখানো হচ্ছে। একইসঙ্গে কোম্পানি কর্তৃপক্ষ ডেফার্ড টেক্স নিয়ে হিসাব প্রদান না করায়, সত্যতা যাছাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নিরীক্ষক।

এদিকে কোম্পানি কর্তৃপক্ষ, ধ্বংস ও ক্ষতির কারনে আর্থিক হিসাবে অযৌক্তিক ব্যাংকিং পলিসির মাধ্যমে ১৫৭ কোটি ২১ লাখ টাকা পাওয়া যাবে বলে দেখিয়েছে। আর এই টাকা পাওনাদারের সঙ্গে সমন্বয় করা হয়েছে। যা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে নিরীক্ষকের মন্তব্য।

উল্লেখ্য রবিবার লেনদেন শেষে লিবরা ইনফিউশনের শেয়ার দর দাড়িয়েছে ৪৯২.২০ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধপদ্ম বীজের অসাধারণ ৯ গুণ জেনে নিন
পরবর্তী নিবন্ধবাহরাইনের কারাগারে বন্দুকধারীদের হামলা, পুলিশ নিহত