লাহোরে গাড়িবোমা বিস্ফোরণ, বহু আহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

পাকিস্তানের লাহোরে পাঞ্জাব প্রাদেশিক পরিষদ ভবনের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে। সোমবার ওই এলাকায় একটি বিক্ষোভ সমাবেশের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডন অনলাইনের খবরে বলা হয়, পাঞ্জাব প্রাদেশিক পরিষদ ভবনের বাইরে মল রোডে এই বিস্ফোরণ ঘটে। সেখানে রসায়নবিদ ও ওষুধ তৈরির সঙ্গে জড়িতরা বিক্ষোভের আয়োজন করেছিলেন। বিক্ষোভ চলার সময়ে পাশেই একটি গাড়ি বিস্ফোরণ ঘটে। ওই বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া মানুষের সংখ্যা বেশি ছিল বলে বিস্ফোরণে অনেকেই আহত হয়েছেন। তাদের স্থানীয় মায়ো হাসপাতাল ও গঙ্গা রাম হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিস্ফোরণের পর পর উদ্ধারকারী বিভিন্ন সংস্থার লোকজন, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

পূর্ববর্তী নিবন্ধএমপির ব্যক্তিগত কার্যালয়ে যুবক গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত