রোহিঙ্গা গণহত্যা তদন্তে নাগরিক কমিশন গঠন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতনের ঘটনা তদন্তে একটি নাগরিক কমিশন গঠন করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি।

কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শামছুল হুদাকে। আর সদস্য সচিব হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এ কমিশন ঘোষণা করেন।

কমিশন তিনটি বিষয় নিয়ে কাজ করবে। এর মধ্যে রয়েছে- রাখাইনে হত্যা কিংবা জাতিগত হত্যাকাণ্ড হয়েছে কিনা; সেখানে কোনো সন্ত্রাসী সংগঠন রয়েছে কিনা, থাকলে কতটা সক্রিয় এবং পরিশেষে তৃতীয় কোনো দেশ থেকে আন্তর্জাতিক আদালতে এ হত্যাকাণ্ডের বিচার চাওয়া হবে।

সংবাদ সম্মেলনে শাহরিয়ার কবির জানান, তদন্ত কমিশন তিনটি বিষয় নিয়ে কাজ করবে। এর জন্য কক্সবাজারে একটি গণশুনানির আয়োজন করা হবে।

কমিশন ঘোষণাকালে দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

এ কমিশনের সদস্য করা হয়েছে- বুদ্ধিজীবী, সুশীল সমাজের সদস্য, বিচারপতি, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, লেখক ও আলেমসহ শতাধিক বিশিষ্ট নাগরিককে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের ১০ হাজার টয়লেট নির্মাণ করে দেবে ইউনিসেফ: ত্রাণমন্ত্রী
পরবর্তী নিবন্ধজলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২৫