রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ শেষে প্রধান তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক ব্রুনেই দারুসসালাম সফরের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, এই সফরের মাধ্যমে ব্রুনেইয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে এবং বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রাসরিত হবে।

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া রাষ্ট্র ও সরকার প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন বলেও জানান জয়নাল আবেদীন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পূর্ববর্তী নিবন্ধনগর ছাত্রলীগে গৃহদাহ—কমিটি নিয়ে অসন্তোষ,
পরবর্তী নিবন্ধপপুলার ২৪ নিউজের ৭ম বর্ষে পদার্পণ প্রত্যাশা ও প্রাপ্তির ৬ বছর