রাজনৈতিক অস্থিরতা না থাকার পরও হোচট খাচ্ছে শেয়ারবাজার দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে দরপতন থামছে না। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসও সূচকের বড় ধরনের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিকে টানা দরপতনের প্রতিবাদে আজ বিনিয়োগকারীরা ডিএসইর সামনে করেছে। এদিকে বাজার সংশ্লিষ্টরা বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা নেই তার পরও শেয়ারবাজারে দরপতন হচ্ছে এটা কোন ভাবে কাম্য নয়।

সংশ্লিস্টরা আরও বলেন, টানা দরপতনের কারনে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। দিনের পর দিন চলতে থাকা দরপতনে ইতিমধ্যে তাদের পুঁজির বেশির ভাগ হারিয়ে গেছে। কোনো উদ্যোগ না নিলে আগামী দিনগুলোতে পতনের এ মাত্রা আরো বাড়তে পারে এমন আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। আর এ ধারণা থেকে রাগে-ক্ষোভে অনেকেই হাউজে আসা বন্ধ রেখেছেন।

বিনিয়োগকারী বাচ্চু বলেন, কর্তৃপক্ষ যদি এখনো আমাদের ধৈর্যধারণ করতে বলে তা হবে হাস্যকর। কারণ ধৈর্যধারণ করার সব সীমা অনেক আগেই অতিক্রম করেছে। তিনি জানান, বাজার ভালো না থাকায় তার মতো অনেক বিনিয়োগকারী হাউজে আসা কমিয়ে দিয়েছেন।

শাকিল রিজভী সিকিউরিটিজ হাউজের এক কর্মকর্তা বলেন, বাজারের পতনে হাউজে কমে গেছে বিনিয়োগকারীদের আনাগোনা। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বিনিয়োগকারীরা বাজার স্থিতিশীলতায় ৬ দফা দাবি তুলে ধরেন। এরমধ্যে রয়েছে ইব্রাহীম খালেদের তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের শাস্তির ব্যবস্থা করা।

এছাড়া জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেটের বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানে বাধ্য করা ইত্যাদি। মানববন্ধনে সংগঠনটির সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, শেয়ারবাজারে পতন হওয়ার মতো কিছু ঘটেনি। পাতানো খেলার মাধ্যমে বাজারে কৃত্রিম প্রভাব ফেলানো হচ্ছে। এক্ষেত্রে ২০১০ সালের রাঘব বোয়ালরা জড়িত। যাদের নাম ইব্রাহিম খালেদের তদন্তে উঠে এসেছিল। তাদেরকে আইনের আওতায় আনতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, শেয়ারবাজারের বর্তমান মন্দাবস্থায়ও আইসিবি শেয়ার ক্রয়ের ক্ষেত্রে নিষ্ক্রিয় রয়েছে। বিষয়টি অবশ্যই তদন্ত হওয়া উচিত। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭২ পয়েন্টে। যা ৩ মাস ১১ দিন বা ৬৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর আজকের চেয়ে কমে অবস্থান করছিল ডিএসইএক্স। ওই দিন ডিএসইএক্স ছিল ৫ হাজার ৩৪৯ পয়েন্টে। আজ অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্টে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪০ ও ১৯২৪ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১৮ কোটি টাকার। যা আগের দিন থেকে ৮৮ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩০ কোটি টাকার। এদিন ডিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫টির বা ১৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২৭৩টির বা ৭৯ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৮টির বা ৮ শতাংশ প্রতিষ্ঠানের।

ডিএসইতে আজ টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর। কোম্পানিটির ৫৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৬৬ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে গ্রামীণফোন এবং ১৭ কোটি ৩৩ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার।

টপটেন লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – ফরচুন সুজ, ইস্টার্ন কেবলস, মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, ডাচ-বাংলা ব্যাংক এবং বাংলাদেশ সাবমেরিন কেবল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর। সিএসইতে আজ ১৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবারও প্রতারিত গ্রাহক: এবার মোবাইলের পরিবর্তে মিললো সাবান
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ইমরান খানের কার্যালয়ে আগুন