রংপুরে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
রংপুরে একটি হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ বিচারক আবু জাফর কামরুজ্জামান এ রায় দেন।

এসময় আদালতে মামলার পাঁচ আসামি উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ভাগ্নে বউয়ের বিরোধ মেটাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুপদহ মণ্ডলপাড়ার আলমগীর হোসেনের ছেলে বেলাল হোসেন ২০০৬ সালের ২৯ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলা মিলনপুর ইউনিয়নের তরফ বাহাদি এলাকায় আসেন। সেখানে শালিস বৈঠকে ভাগ্নি জামাতাসহ তার বাড়ীর লোকজনের হাতে মারধরের শিকার হন তিনি।

এ ঘটনায় বেলাল হোসেন গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- লাবলু মিয়া, আব্দুল আজিজ ওরফে ভোটরা, মো. সোহেল মিয়া, আরজিনা বেগম, ওমেলা বেগম ওরফে অমে, মশিউর রহমান ও নুরুল ইসলাম। এদের মধ্যে আরজিনা বেগম ও মশিউর রহমান পলাতক রয়েছেন।

মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক হোসেন, মো. রিয়াজুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন আবদুর রশিদ।

পূর্ববর্তী নিবন্ধবাবার পাঠানো মোবাইল সেটই কাল হল কিশোরের
পরবর্তী নিবন্ধসখীপুর মাজারে বোমা ট্রাজেডির ১৪ বছর