যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় খালেদা জিয়ার নিন্দা

যুক্তরাজ্যে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার খলেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় তিনি হামলার ঘটনার নিন্দা জানান।

টুইট বার্তায় তিনি বলেন, ‘যুক্তরাজ্যে ঘটে যাওয়া ভয়ংকর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। ভুক্তভোগীদের জন্য আমার প্রার্থনা।’

বার্তায় সন্ত্রাসী হামলায় আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি ছবিও পোস্ট করা হয়।

এর আগে শনিবার রাতে সন্ত্রাসীরা লন্ডন ব্রিজে একটি সাদা রংয়ের গাড়ি নিয়ে প্রায় ৫০ কিলোমিটার গতিতে পথচারীদের উপর এ হামলা চালায়। এ সময়ে গাড়ি থেকে নেমে তিন ব্যক্তি ব্রিজের পাশের মার্কেটে জনসাধারণ ও পুলিশের উপর এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এসব হামলায় ছয় জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।

ছুরিকাঘাতে ট্রান্সপোর্ট পুলিশের এক সদস্যও আহত হয়েছেন। হামলার ৮ মিনিটের মধ্যেই পুলিশের গুলিতে তিন সন্দেহভাজন ঘটনাস্থলে নিহত হয়।

পূর্ববর্তী নিবন্ধটানা ছয়ঘণ্টা বৃষ্টিতে!
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় ১৪ দলের সভা রবিবার