যশোরে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

যশোরের ঘোপ নওয়াপাড়া রোডের জামে মসজিদের পেছনের চারতলা ভবনের জঙ্গি আস্তানার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে জঙ্গি অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

অভিযান সমাপ্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব।

ডিআইজি একরামুল হাবিব সাংবাদিকদের বলেন, তিন শিশুসহ খাদিজার আত্মসমর্পণের পর বোম ডিসপোজাল টিম ওই বাড়িতে তল্লাশি শুরু করে। সেখানে তিনটি সুইসাইডাল ভেস্ট পাওয়া যায়। পরে তা নিষ্ক্রিয় করা হয়েছে।অভিযান সমাপ্ত হয়েছে।

এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে হ্যান্ড মাইকে পুলিশ সুপার আনিসুর রহমান খাদিজাকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বলেন, আপনি নেমে আসুন। আপনার সন্তানদের কথা চিন্তা করুন। আমরা আপনাকে সাহায্য করব।

পরে সোমবার দুপুরে যশোরে পুলিশের কাছে গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নুরুল ইসলাম মারজানের বোন খাদিজা আত্মসমর্পণ করেছেন। এ সময় তার সঙ্গে ছিল দুই মেয়ে ও এক ছেলে। পাবনা থেকে তার বাবা-মা আসার পর তিনি আত্মসমর্পণ করেন। তার বাবার নাম নিজাম উদ্দিন।

উল্লেখ্য, রোববার রাত ১০টায় যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবগুড়ায় ‘মানব মানচিত্র’ রচনা করল জিলা স্কুলের বিদায়ী শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের কলেরা ভ্যাকসিন দেয়া হবে কাল থেকে