মোসাদ্দেকের জন্য সাকিবের ‘আক্ষেপ’

পপুলার২৪নিউজ ডেস্ক:

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে এখনও ৭৫ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ১২৯ রানের লিড পেয়েছিল। তবে লিডটা আরও বড় হতে পারতো।

সাকিব আল হাসান এবং মোসাদ্দেক হোসেন সৈকত যেভাবে ব্যাট করছিলেন তাতে টাইগার ভক্তরা ২০০ বা তারও বেশি লিডের আশা করেছিলেন।

তবে সাকিব আউট হওয়ার পর মেহেদী হাসান মিরাজ এবং অন্যরা আর নিজেকে মেলে ধরতে পারেননি। মোসাদ্দেকও চাপ নিতে না পেরে দ্রুত রান তুলতে গিয়ে ৭৫ রান করে আউট হন।

দিন শেষে মোসাদ্দেকের এমন ধৈর্যশীল ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন সাকিব। অভিষেক টেস্টেই নিজের জাত চিনিয়েছেন মোসাদ্দেক।

একজন পরিপক্ক ব্যাটসম্যানের মতো নির্ভুল শট খেলতে থাকেন মোসাদ্দেক। মোসাদ্দেকের ব্যাটিং স্টাইল খুব কাছ থেকেই দেখেছেন সাকিব। তারা দুজনে মিলেই তো বাংলাদেশের লিড এনে দেন। এই জুটিতে আসে ১৩১টি মূল্যবান রান।

সেঞ্চুরি করার পর সাকিব আল হাসান জড়িয়ে ধরেন মোসাদ্দেককে। তখন হয়তো সাকিবও ভেবেছিলেন দুজনেই সেঞ্চুরি করেই মাঠ ছাড়বেন।

কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি। তাই তো ম্যাচ শেষে আফসোসই করলেন সাকিব। তিনি বললেন, ‘আমি থাকলে হয়তো মোসাদ্দেক সেঞ্চুরিটা পেয়ে যেত।’

সাকিব বলেন, ‘মোসাদ্দেকের ব্যাটিংটা অবশ্যই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন হবে।’

পি সারা ওভালের উইকেটে শেষ দিনের ব্যাটিং করা কঠিন। সাকিব নিজেও জানালেন সে কথা। তিনি বলেন, এখানে শেষ দিনে এসে ২০০ রানের বেশি টার্গেট নিয়ে ব্যাট করা কঠিন।

নিজের ইনিংস নিয়ে সাকিব বলেন, ‘দিনেশ চান্দিমালের ব্যাটিং দেখে অনেক কিছু শিখেছি। আমাদের জন্য লিড নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। গতকাল যেভাবে আমাদের উইকেট পড়েছে তাতে ধৈর্যশীল হওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছিল।’

পূর্ববর্তী নিবন্ধদেশের সব কারাগার ও বিমানবন্দরে সতর্কতা জারি
পরবর্তী নিবন্ধসিরিয়ায় দফায় দফায় ইসরাইলি বিমান হামলা