মুমিনুলের পর দ্রুত বিদায় মোসাদ্দেকের

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ধারণা করা হচ্ছিল, দ্বিতীয় দিনটিও হবে মুমিনুল হকের। নিজের ইনিংসটাকে আরও লম্বা করবেন। তুলে নেবেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। কিন্তু পারলেন না। এবার থেমে গেলেন। দ্বিতীয় দিনের শুরুতেই রঙ্গনা হেরাথের শিকার হয়ে ফিরলেন তিনি। ফেরার আগে ১৬ চার ও ১ ছক্কায় ১৭৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছেন পয়েট অব ডায়নামো।

মুমিনুলের বিদায়ের পর আস্থার প্রতিদান দিতে পারেননি দীর্ঘদিন জাতীয়দলে ব্রাত্য মোসাদ্দেক হোসেন। দলীয় ৩৯০ রানে অযাচিত শট খেলতে গিয়ে সেই হেরাথের ছোবলে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৯২/৬। মাহমুদউল্লাহ রিয়াদ ১৭ ও মেহেদী হাসান মিরাজ ১ রানে অপরাজিত আছেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৭৪। ক্রিকেটের অভিজাত সংষ্করণে দেড় যুগের পথচলায় প্রথম দিনে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ছিল ৩৬৫।

পূর্ববর্তী নিবন্ধআড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
পরবর্তী নিবন্ধএসএসসি ও সমমানের পরীক্ষা শুরু