আড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রেনচালক আহত হন।

এ ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে বলে জানান ঈশ্বরদী রেলওয়ে কর্মকর্তা অসীম কুমার তালুকদার।

তিনি জানান, সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনে দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আহত হয়েছেন ট্রেনচালকও।এ দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত দেয়। সকাল সাড়ে ৯টার দিকে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
পরবর্তী নিবন্ধমুমিনুলের পর দ্রুত বিদায় মোসাদ্দেকের