মুফতি হান্নান-বিপুলের ফাঁসি ঘিরে কাশিমপুরে কড়া নিরাপত্তা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আবদুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মুফতি হান্নান ও তার সহযোগী বিপুল কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন।

মঙ্গলবার বিকালে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ কাশিমপুর কারাগার ও আশপাশের এলাকা পরিদর্শন করেন।

তিনি সাংবাদিকদের জানান, গাজীপুর কারা কমপ্লেক্স ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো এলাকা। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সাদা পোশাকে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে।

এসপি বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন কোনো প্রকার অপতৎপরতা চালাতে না পারে সে জন্য জেলা পুলিশসহ আইনশৃংখলা বাহিনী সতর্ক ও তৎপর রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীদের থামিয়ে দেহ তল্লাশি করা হচ্ছে। বিভিন্ন আবাসিক হোটেল সমূহে অভিযান চালানো হচ্ছে। টঙ্গী থেকে বোর্ড বাজার, চান্দনা চৌরাস্তা, জেলা শহর, শিববাড়ি মোড়, কোনাবাড়িসহ ব্যস্ততম স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্ভিক্ষের ঝুকিতে আফ্রিকার ৪ দেশ: জাতিসংঘ
পরবর্তী নিবন্ধহগের পরিবর্তে ক্যারিবিয়ান লিগে ডাক পেল মিরাজ