মিতু হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে ভোলা

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলাকে আরো দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও ভোলাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ডিবি।এছাড়া বাকলিয়া থানায় দায়ের করা অস্ত্র মামলায় ভোলা ও মনিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। যদিও সেখানে মিতু হত্যায় ভোলাকে অস্ত্র সরবরাহকারী বলা হলেও অস্ত্রের উৎসের কোনও তথ্য উল্লেখ করতে পারেনি পুলিশ। মিতু হত্যা মামলার ঘটনায় গত ২৬ জুন থেকে গোয়েন্দা পুলিশ বিভিন্ন সময়ে সরাসরি কিলিং মিশনে অংশ নেওয়া শাহজাহান, ওয়াসিম, আনোয়ার, অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা ও তার সহযোগি মনিরকে গ্রেপ্তার করে।

হত্যাকাণ্ডের মূল হোতা মুছার ভাই সাইদুল শিকদার সাকুকেও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করে। এদের মধ্যে ওয়াসিম ও আনোয়ার আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিশদ বর্ণনা দিয়েছেন। গত ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘শ্রদ্ধার বাবার অনেক টাকা!’
পরবর্তী নিবন্ধসীমান্ত হত্যা অনেক কমে এসেছে: বিজিবি মহাপরিচালক