মালয়েশিয়ায় নিহত দুই শ্রমিকের মরদেহ আসছে মঙ্গলবার

পপুলার২৪নিউজ ডেস্ক:
মালয়েশিয়ায় ভূমিধসে নিহত দুই বাংলাদেশি শ্রমিকের লাশ আসছে মঙ্গলবার। মালয়েশিয়ান এয়ার লাইন্সের এম এইচ১-৯৬ ফ্লাইটে করে ওই দুই শ্রমিকের মরদেহ আনা হবে।

সেলাঙ্গুরের ভি আর ইন্ডিয়ান কাসকেট কোম্পানি বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় লাশ আনার কাজ সম্পন্ন করেছে।

কাসকেট কোম্পানির সুপার ভাইজার মি. ভিকে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুই শ্রমিকের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। এজন্য দেশটির মালয়েশিয়া দূতাবাস সর্বাত্মক সহযোগিতা করেছে।

এর আগে শনিবার মালয়েশিয়ার সেলাঙ্গুর রাজ্যের হুলু ল্যাংগাতে ভূমি ধসের ঘটনায় বাংলাদেশি এই দুই শ্রমিক নিহত হন।

তারাসহ ওই নির্মাণস্থলের কাছে একটি খামার বাড়িতে ১১ বাংলাদেশি থাকতেন। তাদের সঙ্গে আরও ৯ ইন্দোনেশিয়ান শ্রমিক ছিলেন।

মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন জানিয়েছে, ওই শ্রমিকদের আবাসস্থলের ওপর ভূমিধসের ঘটনা ঘটলে তারা চাপা পড়েন। ভোর ৪টায় খবর পেয়ে পুলিশ অনুসন্ধান ও উদ্ধারকারী দল সেখানে পাঠায়।

গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে সেখানে ভূমিধসের সৃষ্ট হয়।

পূর্ববর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধের অভিযোগে খাজা মিয়া গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলাকী আখন্দের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক