মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশিসহ ২০৬ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার জোহর বারু অভিবাসন বিভাগ ভিসার অপব্যবহার দায়ে ১৩২ জন বাংলাদেশিসহ ২০৬ জনকে গ্রেপ্তার করেছে।

গত শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে পাসির গুদাংয়ের একটি নির্মাণ স্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির এ তথ্য জানান।

বাহারউদ্দিন তাহির জানান, এ অভিযানে ৯০ জন ইমিগ্রেশন পুলিশ সদস্য অংশ নিয়েছিল। ২০৬ জন অভিবাসীকে মালয়েশিয়ায় প্রবেশে তাদের ভিসা অপব্যবহারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সিলর মোরশেদ আলম
বাহারউদ্দিন আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ১৩২ জন পুরুষ, চীনের ৫১ জন পুরুষ, মিয়ানমারের ১০ জন, পাকিস্তানের ছয়জন পুরুষ, ইন্দোনেশিয়ার তিনজন পুরুষ, ভিয়েতনামের দুজন পুরুষ এবং চীনের দুজন নারী রয়েছেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৬১ এর মধ্যে। তদন্তে সহায়তা করার জন্য আমরা একজন স্থানীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করেছি।

১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১) সি) এর অধীনে বৈধ ভ্রমণ নথিপত্র ছাড়াই দেশে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআপিল বিভাগের ২ বেঞ্চে চলবে বিচারকাজ: প্রধান বিচারপতি
পরবর্তী নিবন্ধনিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ২