নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) রাতে পুলিশ নিহতের কথা নিশ্চিত করেছে। এদিকে, বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুইজনই বাংলাদেশি নাগরিক।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য বাফেলো নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে শনিবার দুপুর সাড়ে ১২টায় দুই ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াত ইউনিট। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

এ ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

দুটি এএমআর অ্যাম্বুলেন্সসহ এক ডজনেরও বেশি জরুরি যান ঘটনাস্থলের কাছে দেখা গেছে। পুলিশ জেনার স্ট্রিট থেকে ইস্ট ফেরি স্ট্রিট পর্যন্ত ঘিরে রেখেছে।

ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য থাকলে স্থানীয় বাসিন্দাদেরকে পুলিশের হটলাইন নম্বরে ফোন বা মেসেজ করতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। দেশটির জনসংখ্যার চেয়ে বন্দুকের সংখ্যা বেশি।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশিসহ ২০৬ জন আটক
পরবর্তী নিবন্ধমিস ইউনিভার্সের মঞ্চে লড়বেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন সুন্দরী