মানিকগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৫ ,আহত ৫

জেলা প্রতিনিধি,পপুলার নিউজ:
মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

রোববার বেলা আড়াইটার দিকে সিংগাইরের বায়রা কাটাখালি ও সাটুরিয়ার হরগজ চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিংগাইরের জামালপুর গ্রামের নজগর আলীর ছেলে তাহের (৪০), একই গ্রামের আবদুল খালেকের ছেলে আবদুল বারেক (৪৫) ও রওশন আলীর ছেলে আসলাম হোসেন (৪০) এবং সাটুরিয়ার হরগজ চরপাড়া গ্রামের মৃত গনেশ চন্দ্র সরকারের ছেলে জয়ন্ত চন্দ্র সরকার (১২) ও মৃত গোবরধনের ছেলে নিতাই চন্দ্র সরকার (১৬)।

বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাটু জানান, রোববার দুপুরে ১০-১২ জন শ্রমিক কাটাখালি মাঠে ধান কাটছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে বারেক ও তাহের নিহত হন।

আহত ছয়জনকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসলামের মৃত্যু হয়। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. লুৎফর রহমান জানান, হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতি জানান, বেলা ৩টার দিকে হরগজ চরপাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে জয়ন্ত ও নিতাইয়ের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গিবাদ প্রতিরোধে যুব সমাজকেই দায়িত্ব নিতে হবে : শিল্পমন্ত্রী
পরবর্তী নিবন্ধকুড়িগ্রামে প্রতিপক্ষের ছোড়া এসিডে ঝলসে গেছে গৃহবধূর শরীর