মাধবপুরে বালুর ট্রাক থেকে চার মণ গাঁজা উদ্ধার

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতপুর বাজার এলাকায় বালু ভর্তি ট্রাক থেকে চার মণ গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় চার মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে র‌্যাব -৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নুর আলমের নেতৃত্বে এসব গাঁজা উদ্ধার করা হয়।

নুর আলম বলেন, রতনপুর বাজার এলাকা থেকে বালু ভর্তি ট্রাক তল্লাশি করে বালুর নিচ থেকে সাতটি প্লাস্টিকের বস্তা ভর্তি চার মণ গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, গাঁজা পাচারের সঙ্গে জড়িত অভিযোগে মাধবপুরের উত্তর সুরমা গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. জসিম উদ্দিন (২৩), একই গ্রামের আলফু মিয়ার ছেলে মো. মিজান মিয়া(২৭), দুদু মিয়ার ছেলে লালা মিয়া (২২) এবং মনতলা গ্রামের বিশ্বনাথ দেবের ছেলে পলাশ দেবকে (২১) আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে না আসলে অস্তিত্ব বিলিন হবে বিএনপির-কাদের
পরবর্তী নিবন্ধবিজিএমইএ কে ভবন নির্মাণে জমি দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী