‘মাদক ব্যবসায়ীদের পক্ষে তদবিরকারীদের সম্পর্কে খোঁজ দিন’

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক কোনো রাজনীতিবিদ বা জনপ্রতিনিধি মাদক ব্যবসায়ীদের পক্ষে তদবির করলে তা তাঁকে জানানোর জন্য আহবান জানিয়েছেন।

বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা প্রাঙ্গনে মাদক নির্মূলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি ।

তিনি বলেন, আমরা দেশকে মাদকমুক্ত দেখতে চাই। একইভাবে আমার নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দান করছি।

পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ও প্রেসক্লাব সভাপতি সোলায়মান খান।

মন্ত্রী বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বায়েকে বিদ্যুত সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধহ্যাথাওয়ের নগ্ন ছবি ফাঁস, সামাজিক মাধ্যমে ঝড়
পরবর্তী নিবন্ধআগস্ট মাসের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি