মাগুরায় স্কুলছাত্রী উত্ত্যক্তকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

মাগুরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত  ও আত্মহত্যায় প্ররোচিতকারী মাসুদ নামের এ বখাটে যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা শহরের দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।  মঙ্গলবার বেলা ১২টার দিকে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকে শহীদ সৈয়দ আতর আলী সড়কের পোস্ট অফিস মোড় পর্যন্ত আধা কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ইভ টিজিংয়ের প্রতিবাদে ও বখাটে যুবক মাসুদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় সংক্ষিপ্ত  সমাবেশে বক্তব্য দেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম মোহন, একই কমিটির  সদস্য মাছুম শরীফ, কাজী আবু নঈম, ওই স্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম নিলু, শিক্ষার্থী অর্পিতা সাহা প্রমুখ। বক্তারা দুধ মল্লিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে মারপিটকারী ও আত্মহত্যায় প্ররোচণাকারী বখাটে যুবক মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাগুরা সদর থানার ওসি আজমল হুদা জানান, ঘটনার দিন ওই ছাত্রীর বাবা সংশ্লিষ্ট ধারায় সদর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ওই দিনই অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
পরবর্তী নিবন্ধবিএনপি এখন প্রেস রিলিজ ও ফেসবুক নির্ভর দল: এরশাদ