মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতরা হলেন- খোশালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে সোহেল (৩২) ও শ্যামপুর গ্রামের কাউসার আলীর ছেলে হারুন (৩০)।

মঙ্গলবার সকাল ১১টার দিকে মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে তারা ঘটনাস্থলেই মারা যান।

পরে বিএসএফ সদস্যরা তাদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

স্থানীয় নেপা ইউনিয়ন চেয়ারম্যান শামছুল হক মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে খোশালপুর-৫৮ বিজিবি ক্যাম্পের কমান্ডার আবু তাহের জানান, বিএসএফ- এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহতের খবর স্থানীয়রা জানিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এদিকে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনার বিষয়ে উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠক ডাকা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅননুমোদিত পাহাড় কাটা বন্ধসহ একগুচ্ছ প্রস্তাব
পরবর্তী নিবন্ধভাষা অনুবাদের মেশিন ‘ওয়ানটুওয়ান’