মহেশখালীতে অগ্নিকাণ্ডে নারীসহ আহত ২

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে অগ্নিকান্ডে ৪টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নারীসহ ২ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের রজুয়ার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম
ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তার উদ্যোগ নেবেন বলে জানান।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ধীমান বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ারম্যান আবদুল আজিজের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে
স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে পুরো গ্রাম আগুন থেকে রক্ষা করা যেতে না বলে দাবি করেন ফায়ারম্যান
আবদুল আজিজ।

আগুন নেভাতে গিয়ে ফাতেমা বেগম ও আব্দুস শুক্কুর নামের দু’জন আহত হয়। পুড়ে যাওয়া বাড়ির মালিকরা হলেন
আব্দুস শুক্কুর , আব্দুল গফুর, শহাব উদ্দিন ও আব্দুর রশিদ।

পূর্ববর্তী নিবন্ধ২২৪ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের
পরবর্তী নিবন্ধদুর্যোগ ব্যবস্থাপনা আইন আন্তর্জাতিক মানসম্পন্ন করতে কাজ চলছে-মায়া